শেষ ছুটি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : অসীমা সরকার
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ১৫ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ১১৩৯২ জন পড়েছেন।
Asima Sarkar
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়েছিলে তোমার প্রিয়তমাকে--
তোমার নববিবাহিতা স্ত্রী কে যাবার সময় বলেছিলে
কিছুদিন বাদেই ছুটি নিয়ে আসবে তুমি।
মাতৃভূমি দেখার অপেক্ষায় তোমার সন্তান তার গর্ভে।
সুখবর টা পেয়ে গর্বে ফুলে উঠেছিলো তোমার বুক।
স্বভাবতঃই না যাবার একটা ইচ্ছা।
তবু দেশের কাজে যাবে বলে তৈরী হয়েছিলে।
আর সন্তান টেনেছিলো পিছন থেকে --
পারোনি উপেক্ষা করতে এই কঠিন,দৃঢ়,পিছুটানকে।
বারবার তাই স্ত্রী কে আসবে বলে কথা দিয়েছিলে।

চলে গেলে নিজের জগতে করতে দেশের কাজ--
মন মানালো প্রিয়তমা একলা ঘরে আজ।
লেগে গেলো ভীষন যুদ্ধ,পেলেনা তুমি ছুটি--
একসাথে করলো যুদ্ধ সকল সৈনিক জুটি।
কার্গিল উপত্যকায় ভারী বুটের শব্দ--
ফোনে রাতে শুধু হোতো কথা,বাকী সময় স্তব্ধ।

প্রিয়তমার উষ্ণ ঠোঁট থাকে তোমার অপেক্ষাতে,
যে ঠোঁটেতে চুম্বন তুমি দিয়েছিলে অনেক আগে।
এমনি করে কেটে গেলো বেশ কয়েকটি দিন,
যুদ্ধক্ষেত্রে র সৈনিক তুমি,মায়ের পেটে আলাদিন।
ফোনের মধ্যে দিতে তুমি যুদ্ধের বর্ণনা--
পেটের মধ্যে উঠত নড়ে ছোট্ট তোমার সোনা।

একদিন এলো তোমার শমন, লাগলো গুলি বুকে--
যুদ্ধক্ষেত্রেই হলে শহীদ,'জয় হিন্দ'--বললে হাসি-মুখে।
চোখের সামনে ভেসে উঠলো,প্রিয়তমার মুখ--
ছোট্ট সোনা আর প্রিয়তমাই ছিলো তোমার সুখ।

চলে গেলে চিরতরে, সকল সুখ ছাড়ি,
শববাহী শকট চড়ে এলে তুমি বাড়ী।
খবর শুনে কেবল তোমার প্রিয়া মূর্ছা যায়,
সবই হোলো অগোছালো,প্রিয়া অসহায়।
কুর্নিশ করে তোমায় প্রণাম করলো প্রিয়তমা,
কানে বাজে বুটের শব্দ সহস্রবার গোনা।

তোমার সন্তান তার গর্ভে,বাবা হবে তুমি--
প্রিয়তমা শপথ নিলো তার পুত্র সৈনিক হবে,যেমন
সৈনিক স্বামী।
তোমার রক্তে পিচ্ছিল হোলো, কার্গিলের পথ--
ভারত মাতাকে রক্ষা করবে নিয়েছিলে শপথ।
বন্দুক আর গুলির লড়াইয়ে হেরে গেল ওরা--
চারিদিকের কালো ধোঁয়ায় নীল আকাশ ভরা।
দেশ তোমাকে রাখবে মনে,করবে সম্মান--
এইদেশমাতার জন্যে প্রাণ দিয়েছো, তুমি যে মহান।

রক্তে ভাসা তোমার শরীর,শান্ত হোলো আজ,
'কার্গিল'দিলো শেষ ছুটি,
তাই নেই কোনো আর কাজ।
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 13  France : 3  Germany : 7  Hungary : 1  India : 163  Ireland : 2  Romania : 2  Russian Federat : 11  Saudi Arabia : 10  
Ukraine : 6  United Kingdom : 5  United States : 175  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 13  France : 3  Germany : 7  
Hungary : 1  India : 163  Ireland : 2  Romania : 2  
Russian Federat : 11  Saudi Arabia : 10  Ukraine : 6  United Kingdom : 5  
United States : 175  
কবি পরিচিতি -
                          অসীমা সরকার কোলকাতায় জন্মগ্রহণ করেন। উনি একজন গৃহবধু।

উনি ছোটবেলা থেকেই লেখালেখি করেন। কাজের ফাঁকে ফাঁকে লিখতে উনি ভালবাসেন। অনেকগুলো সাহিত্যের দলের সাথে যুক্ত আছেন। ওনার কিছু লেখা অনলাইনেও প্রকাশিত হয়। মনের খুশিতে লেখা ওনার গল্প, কবিতা বিভিন্ন পত্রিকায় ও লেখকদের সাথে প্রকাশিত হয়।  
                          
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শেষ ছুটি by Asima Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬৭৩২