#ইভেন্ট
#অনুগল্প
---------------
গল্প : দায়িত্ব
✍️ : অসীমা সরকার
------------------------------
গ্রামের একটা
মাত্র স্বাস্থ্যকেন্দ্রের একজন মাত্র ডাক্তার মিঠি।
প্রচুর দায়িত্ব। সহযোগী একটা বছর কুড়ির ছেলে সকালেই আসে। খুব কাছেই থাকে।
তালা খুলে সব পরিষ্কার-পরিচ্ছন্ন করে,টেবিল -
চেয়ার রেডি করে খাতা-পত্র গুছিয়ে রাখে।তারপর
মিঠির কাজে সাহায্য করে।
কিন্তু আজকে পৌঁছে দেখে স্বাস্থ্যকেন্দ্রের
তালাটাই তো খোলেনি সাজু। এদিকে রোগীরা হাজির। ডাক্তারনী কে দেখে একজন জানালো
সাজুর খুব জ্বর।
সকলকে বসতে বলে মিঠি সাজুকে দেখতে
গেলো। চাবি নিয়ে এসে ঘর খুলে রোগীদেরও দেখলো।
সব রোগী দেখার পর শান্তি মিঠির।
26/07/2020
রবিবার
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং অসীমা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।