তুমি সেজেছ শুধু বাইরে
নতুন পোষাকে আভরণে,
আলোকজ্জল দীপ্তিময় ছটা
ছড়িয়ে পড়েছে তোমারি চারিদিকে।
সুন্দর এর মাঝে সুন্দরতম হয়ে
বেড়িয়েছ তুমি রাজপথে,
চারিদিকে তোমারি বাহবা,
পোষাকী প্রশংসা আভরণের ত্বরে।
হারিয়ে ফেলেছি আজ তাকে,
যাকে খুঁজে পেয়েছিলাম
অনেক দিন আগে,
তোমারি মাঝে।
জীবন্ত সে প্রাণের দীপ্তি
ছুঁয়ে গিয়েছিল আমার অন্তরে
যেন প্রভাতের প্রথম কিরণ
স্নিগ্ধ করে দিল এ জীবন।
তবু হটাৎ-ই কেন এল ঝড়
ভেঙ্গে গেল সব সাজানো স্বপ্ন।
কি এমন ঘটল হটাৎ
যে তুমি দেখালে এ ভীষণ রূপ।
তাই আজ নিরুত্তাপ হয়ে
চাইতে চাইনা আর তোমার পানে।
তুমি মুড়েছো নিজেকে পোষাকে
অন্তরটা আর চাইনা দেখতে আজ,
আমিতো জানি সে কেমন আছে -
রঙ্গীন পোষাকের আড়ালে...
রচনাকাল : ২৬/৮/২০১১
© কিশলয় এবং তন্ময় সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।