সততা আজ চাপা পড়েছে
সাদা জামার মোটা পকেটে
থোক থোক টাকার নিচে।
অন্ধকারে পাপ গেছে বেড়ে
তাই আজ অন্ধকার ও লজ্জায়
করছে মাথা নত অগোচরে,
তবু নিজস্বার্থে সদা কর্মরত
জনসেবকের চোখে তা আজো -
শুভ্র সমজ্জল।।
চেতনার আজ হয়েছে মস্তিষ্ক ভ্রম,
সঠিক না বেঠিক তা বোঝে ক’জন।
কিছু জনের চিৎকার চেঁচামেচি-ই সার
অগনিত ভিড়ের মাঝে।
লুন্ঠিত সমাজে আজ আবেগ বিনিময় হয়
শ্লেষাক্ত শব্দকোষে।
কিছু মানুষ চেয়ে থাকে ভালোকিছুর আশায়,
ভালো কিছু হারিয়ে গেছে লোভাতুরের নেশায়।।
রচনাকাল : ২৫/১/২০১২
© কিশলয় এবং তন্ময় সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।