বন্ধু বলেছে, কবিতা লিখবি?
জানাই শুধুই এই দাবি,
লিখতে বসেছি, মাথা ফাঁকা নেই -
ভরা যাসবে, তা হাবিজাবি |
কাগজে যতই আঁচড় কাটি
হা-হুতাশ করে আমার পেন,
তর্কে আমায় ধিক্কার দেয,
"তুই কোথাকার সূর্য সেন?
বিপ্লবে তাঁর রক্ত মিশেছে
তোর কবিতায় সে-প্রাণ কই?"
কৈফিয়ত আমি সাজাবো ভাবছি,
পালানোর আর পথ যে নেই |
যাহোক আসছে নতুন বছর
আরেকটা নয়, কেটে গেলো |
আয়ু কমে গেলো মাঝখান দিয়ে
সেটা, এক দিক থেকে ভালো |
সময়ের গান লিখতে বসে,
বেয়াদপ পেন - ভ্রূকুটি করে,
আমারও আজকে বয়ে গেছে বড়
যাখুশি লিখবো দর্প ভরে ||
রচনাকাল : ৩১/১২/২০১৮
© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।