কে বেলেছে?
পটলচেঁরা দুই খান-
টানা টানা চোঁখ
সাজানো দুহাতের-
আঙুল জোড়া নোখ,
টিকালো বাঁশির মত নাক
ছিমছাম চেহারায় মানিয়ে-
যাওয়া যেকোনো পোশাক,
গোলাপ কুঁড়ির মত ঠোঁট
আকর্ষীত আঁকা বাঁকা চলন
যা মনে দেয় দোলন,
এসব হলেই সুন্দর কেবল সেই?
সৈন্দর্য্যতা দেহের নয়
মনের গভীর টানে
যে হৃদয় ভালোবেসে
আঁকড়ে ধরতে জানে৷
দৈহিক সৈন্দর্য্য ক্ষণস্থায়ী
চোঁখের ধাঁদা মাত্র
সময়ের নিয়মেই ক্ষয় হয় যার
মানে না কাল পাত্র।
যার মনে নেই গ্ল্যানি
যে দেয় না মন থেকে-
কাউকে গালি,
যে হৃদয় জানে না হিংসা
করে না ঘৃণা
সেই আসল সুন্দর বলে-
আমার নজরে হয় গোনা।
যার মন সুন্দর
তার সব সুন্দর,
হোক না শরীর মোটা সোটা
চর্বিযুক্ত মেদবহুল
তাতে কি এসে গেলো?
যার মনে নেই কালো
সেই তো আসল ভালো।
রচনাকাল : ১৯/১২/২০১৮
© কিশলয় এবং সাথী ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।