নগ্ন শরীর ,ছিন্ন শিবির
রোগাটে গড়ন,রুগ্ন আঁখির
বাদামী রঙের মালিক ছেলেটি -
পথের ধারেতে শুয়ে-বসে থাকে ,
যখন সকলে কলরবে হাঁকে ,
সর্বজনীন "মা" কে ...
মাটি বা মানুষ যারি হোক মা,
তাঁকে নিয়ে চলে যত হাঙ্গামা,
শিশু তাঁর তবু অভুক্ত পেটে
ভেবে চলে ডাকি কোন জননীকে?
যার দরবারে ভোগ পেতে হেঁকে
সাড়া মেলে এক ফাঁকে ...
রোশনাই দিয়ে সাজাই শহর ,
পাড়ায় পাড়ায় ঢাকের বহর ,
থিম-সাবেকীর প্রতিযোগিতায়
হিসেব গুলাই ভিড়ের ঠেলায় |
নায়ক-নায়িকা ফিতে কাঁটে ঢের,
"সবসে-বড়া" মাকে নিয়ে ফের ;
কত না গল্প চলে !!
ভুলি কেন জানি কত শত মোর ,
মা বা বোনের আজও নেই ঘর |
পড়ে আছে ওই ফুটপাথ ধারে
নোংরার ঝাঁক ফেলি যে আঁধারে,
কুড়িয়ে বেড়ায় আজ সেথা হতে
চিন্তা -- যদিবা কিছু জোটে রাতে
কে তাদের কথা বলে ??
রচনাকাল : ২৫/১০/২০১৫
© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।