শুধু কি আকাশ থেকেই বৃষ্টি পরে ! এ বুকের ভিতরে যে রোজ বৃষ্টি হয় তা আর কে জানে । বুকের উঠানে একটাই ঋৄতু, বর্ষাকাল । রোজ বাজ পরে বিদ্যুত ঝলকানি দিয়ে । সে খবর কে বা রাখে সেখানে জল থই থই কুনো ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার গুঞ্জন । এই নিয়েই বেঁচে থাকা তোর শীত গ্রীষ্ম বর্ষায় । আর আমি, আমার যাবজ্জীবন বর্ষাকালেই বন্দি ।রচনাকাল : ১৬/৬/২০১৫