হে নতুন আঁখি মেলো , সত্যের হাতে রাখো হাত মুষ্ঠিবদ্ধ করো এ সমাজের হাল । নীরব দর্শকের স্থান করো পরিত্যাগ । এগিয়ে এসো , চোখে রাখো চোখ , আন্দোলিত হোক তোমার সুপ্ত অসুখ । সামিল হও সত্যের মিছিলে , হাতে তুলে নাও আগামীর ডাক । আত্মায় ভরে নাও বেগ অফুরান । জেগে ওঠো ন্যায় আন্দোলনে । মনে রেখো , আন্দোলনকারী হারিয়ে যায় , আন্দোলনের ভাষা রয়ে যায় অনন্তকাল ।রচনাকাল : ১৫/৭/২০১৪