আজ ও আমি একা
হেঁটে চলেছি ঠিকানাহীন ভাবে।
চলতে চলতে কোথাও যেন হারিয়ে ফেলি পথ টাকে।
শুধু তোমার কথা ভাবতে ভাবতে
ক্লান্ত শরীরে বহুদূর এগিয়ে চলেছি
হঠাৎ যেন মনেহল এইতো ! তুমি আমার পাশে।
কিন্তু যখনি দু চোখ চেয়ে পাশে দেখি...
তখুনি ...???
দেখি পাশ দিয়ে বেয়ে চলছে স্রোতহীন একটি নদী
আর আছে ঘন জঙ্গল।
আর ক্লান্ত দেহ নিয়ে চলেছি আমি।
যে ছিল একা আজও আছে একা।
এই নিঃসঙ্গতা কাটাতেই চাই তোমায়
হয়ত আজ তুমিও একা
তবু কি তুমি ভাবতে পারনা একবারও
আমার কথা...
একবার চেয়ে দেখ আমার দিকে
দেখবে সেই মেয়ে টা আজও তোমার আশায়
আজ আমি ক্লান্ত
পথ চলতে চলতে
এমনকি তোমার আশায় থাকতে থাকতে
আমার এত ক্লান্তি, এত নিঃসঙ্গতা
সবি হয়ত তোমাকে ঘিরে
কিন্তু চেয়ে দেখ সেই নদীটার দিকে
যে আজও স্রোতহীন
আজও তার মধ্যে স্রোতহীন ক্লান্ততা
সেটাও হয়ত
তোমাকেই ঘিরে।।
রচনাকাল : ২৬/৮/২০১১
© কিশলয় এবং রুবি দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।