সীমাহীন ভালোবাসার অনন্তহীন অপেক্ষা
যদি কোন দিন না আসি ফিরে,
তবে ভেবে নিয়ো ঝরে গেছি প্রবল ঘূর্ণিঝড়ের প্রলয়াঙ্কারে
মাঝ রাতের কোন এক নিষ্ক্রিয় তারার মতোই
অক্ষয় অধরা স্বপ্ন গুলো মিশে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণায়।
নিস্ফলক চোখে তাকিয়ে থেকো জমকালো ঘন মেঘের ছটায়
অমাবশ্যা তিথির শেষ প্রহরে,
কেঁদে কাল্পনিক ঝর্না এনে দিলেও
পাবে না ফিরে সেই কাগজের নৌকা খেলাঘর
জন্ম মৃত্যুর এই ক্ষণস্থায়ী ব্যাবধান বড় অদ্ভুত,মূল্যহীন।
যদি কোন দিন না আসি ফিরে ঝড়ে ভাঙ্গা নীড়ে
গুটি গুটি পায়ে ফিরে যেও বন্ধু
সাজিয়ে রাখা তাজ এর আত্মত্যাগ শেষ বারের মতো
চোখ বুলিয়ে নিয়ো
অসমাপ্তি গল্পের শেষ খণ্ডটা তোমার হাতেই স্বীকৃতি দিয়ো।
রচনাকাল : ২৬/৬/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।