আমি জানি
জানি তোমার নিশ্তব্দতার কারন
নীরেব অস্থির আনমনা মন ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার সংক্ষিপ্ত কারন
তোমার ভাবনা নির্ভাবনার সজীব পাতাটা শুকিয়ে ঝরে যাওয়ার কারন
ধিরে ধিরে পাগলিনীর মতো আচরণের কারন
তোমার মনের রাজ্যের রাজসিংহাসন থেকে রাজা চলে গিয়ে
বনলতারা যেন আস্টেপিস্তে বেঁধে রেখেছে তোমার হৃদয়ের রাজভাণ্ডার
জর্জরতায় পাষাণ করে রেখেছে।
বদ্ধ ঘরে আলো আঁধারের দাঁড়িপাল্লায়
রোজ রোজ জড় বস্তুর মতোই ওজন হচ্ছ
দগ্ধে পচে শেষ হয়ে যাচ্ছ।
যেন সূর থেকে ছন্দ হারিয়ে গেছে আকাশ থেকে তারা খোসে পড়েছে
জীবন্ত মানুষের তাজা হৃদপিণ্ড বেরিয়ে এসেছে পায়ের কাছে
আসন্নমান বাস্তব খুব কাছ থেকেই দেখতে পেয়েছো।
তোমার রক্তবর্ণ মাখা চোখের একফোঁটা জলের মধ্যে দেখেছি
পাহাড়ে আছড়ে পড়া ঝর্ণার শেষ ক্ষীণ আত্মচীৎকার
আমি সবই জানি
সব জেনেও নির্বাক হয়ে আছি
কিছু প্রতিকূল পরিস্থিতি বাধ্য করেছে চুপ থাকতে।
রচনাকাল : ১৭/৬/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।