স্বতন্ত্র পরিপূর্ণ অভিনয়, অবজ্ঞার সূর ছিল মনে
জীবনের রঙ্গমঞ্চে সেরা অভিনয় বোধহয় তুমিই করে গেলে
অভিনয়টা যদিও শুধু আমার সাথে
একদম নিখুঁত বাস্তব, স্বপ্ন নিয়ে একাকার
আমি ছিলাম শ্রোতা, দর্শক আর যৌবনের দ্বারে অহমের আঁধার।
তোমার অনাবিল ভালোবাসার নীচতা স্বার্থপরতা ছিল আমার প্রাপ্য
কিছু সৃতির রঙে মিশে থাকা মায়া , অদেখা চিত্র এঁকেছি
মনালিশা আজও মনে পড়ে তোমার চিত্রালঙ্কার
জাদু বিদ্যা জানা থাকলে এক নিমেষে আসতাম তোমার
এক রাতের স্বপ্ন হয়ে।
আশা ছিল নিদারুণ, অপেক্ষা ছিল অন্তিম
কিছু পুরষ্কার দেওয়ার ছিল তোমায় ,কিছু কথা বলার ছিল
জীবনটা সত্যিই শুকনো ঝরা পাতা
ক্ষণিকের সময়ে নিরবিছিন্ন হয়ে মাটিতে মিশে যাওয়া
আবার নতুন করে মরীচিকার পিছনে ছুটে যাওয়া।
রচনাকাল : ১০/৮/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।