তুমি দেখেছো নিশি রাতে স্বপ্নের মৌনমিছিল শুনেছ ঈশান কোনের দখিনা বাতাসের নিস্তব্দ গুনগুন খাম খেয়ালী প্রকৃতির অস্ফুট প্রতিধ্বনি শূন্য আঙ্গিনায় বসন্তের কোকিলের কলরব নির্দ্বিধায় ছিড়ে যাওয়া সম্পর্ক গুলো অনাবৃষ্টির দিনে প্রেমপত্র নৌকা রূপে জলে ভাসানো। জলের উপর আঁকা ছবিতে কোন কাল্পনিক মায়ায় জড়ানো বিষণ্ণতার ছায়া। আমিও হেঁটেছি আনমনা হয়ে এক অজানা অভিযানে পেয়েছি অনাদর অবহেলা তোমার পাশবিক আঘাত।রচনাকাল : ৯/৭/২০১৪