শহরের ধার ঘেঁষে চলে গেছে bypass,
কত ঘটনার জন্ম দেয় এই রাস্তা,
প্রতিদিন জন্ম নেয়,
অগোচরে থেকে যায়,
কিম্বা খবরে প্রকাশ পায়।
এরাই রং মাখে,
জোড়া তালি খায়,
চলচ্চিত্র হয়।
এই cinema-র লাগে না promotion,
রিলিজেই জয় করে emotion,
কি এক অদ্ভুত hallucination!!
ওই যে divider এর ওপর
দাঁড়িয়ে একজন নগ্ন উন্মাদ
যাকে দেখছে দু’ধারের চলমান জনতা,
ছুঁড়ে দিচ্ছে আওয়াজ,
আসলে ওটাই আমাদের বর্তমান সমাজ|
যারা বাস্তব কে পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে থাকে,
দু’চারটে চলতি খিস্তি
বৃষ্টির মত যদি ঝরে পড়ে,
হাত তালি দেয় আনন্দে,
শনিবারের আনন্দবাজার
ভরে যায় superhit রিভিউয়ে।
রচনাকাল : ১৬/১০/২০১১
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।