সেঁধিয়ে আছি নতুন ঠিকানায়
নেই কোনো পিছুটান,
অন্ধকার condemned cell আজ আমার বাসস্থান।
সংশোধন চলছে আমার মগজ কারখানায়।
চিন্তার কিছু নেই,
এসব সময় নষ্ট ছাড়া কিছু নয়।
জানি আমি ছাড়া পাবো ঠিক-ই,
ছিঁড়ে যাবে যত টেনে রাখা রশি,
এই আশাতেই আজ-ও বেঁচে আছি,
মুক্ত হব তাই আরেকবার হাসি।
আজ আরো একটা দিন ,
সাদা কালো বেরঙীন,
নিম্নচাপ বৃষ্টি ঝরায় বিরামহীন,
আমার স্যাঁতসেঁতে ঘর নিয়ম মাফিক বোধহীন।
চেতনা গুলো জট পাকিয়ে যায়,
গতিহীন অলসতা ঘিরে ধরছে আমায়,
Cold storage-এ রাখা কাজ গুলো দাম বাড়ায়।
শহরের জমা জল খবরের footage খায়,
আমার কাগজের নৌকা manhole-এ থমকে যায়।
রচনাকাল : ২২/৬/২০১১
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।