কালী কালী মহাকালী দেবী আগমনী…..দীপাবলী সংকলন-১৪২৬
দীপাবলীর আগমনী কবিতা-৯ (শ্যামা সংগীত)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
জয়কালী জয়তারা বলে মন সঁপেছি রাঙা পায়ে,
চরণ ছাড়া করো না মা হে জগন্মাতা মহামায়ে!
জবাফুলের মালা গলায়,
জবাফুল দেবো রাঙাপায়,
অভয়চরণে রেখো আমায় দিওনা মোরে ফিরায়ে।
জয়কালী জয়তারা বলে মন সঁপেছি রাঙা পায়ে।
জয়কালী জয়তারা বলে মন সঁপেছি রাঙা পায়ে,
চরণ ছাড়া করো না মা হে জগন্মাতা মহামায়ে!
ডাকি মাকে জয়মা তারা,
কেঁদে কেঁদে দিশাহারা,
তবুও মা দেয় না সাড়া কাঁদি আমি অশ্রু ঝরায়ে।
জয়কালী জয়তারা বলে মন সঁপেছি রাঙা পায়ে।
জয়কালী জয়তারা বলে মন সঁপেছি রাঙা পায়ে,
চরণ ছাড়া করো না মা হে জগন্মাতা মহামায়ে!
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়,
হয়েছে মার পূজার সময়,
মায়ের নামে হয়ে অভয় থাকো মায়ের পদছায়ে।
জয়কালী জয়তারা বলে মন সঁপেছি রাঙা পায়ে।
রচনাকাল : ২৫/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।