অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৬ (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীচরে সোনা রোদ হাসে,
রাতের শিশির ঝরে কচি দূর্বা ঘাসে।
নদীধারে দুই পারে ছোট গ্রাম আছে,
প্রভাত পাখিরা গীত গায় গাছে গাছে।
নদীঘাটে বক বসে আসে ফিঙে পাখি,
জল নিতে আসে বধূ লাজে মুখ ঢাকি।
নদীধারে মাঠে মাঠে চাষী কাটে ধান,
ঘরে ফিরে আসে দিন হলে অবসান।
অজয়ের ঘাটে নামে সাঁঝের আঁধার,
মাঝরাতে চাঁদ ওঠে আকাশ মাঝার।
মিটি মিটি তারা জ্বলে সারারাত ধরি,
অজয়ের নদীঘাটে বাঁধা আছে তরী।
পূব আকাশের কোণ হয়ে আসে লাল,
রবি হাসে নিয়ে আসে নতুন সকাল।
রচনাকাল : ১৯/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।