অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-১ (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের পাশে অজয় নদী
বইছে বারো মাস,
নদীর ধারে মাঠের পরে
চাষীরা করে চাষ।
নদীর পারে বটের গাছে
শালিক পাখির বাস,
নদীর চরে জলের ধারে
জমেছে সবুজ ঘাস।
জেলেরা আসে খালুই কাঁধে
নদীজলে দেয় বাঁচ।
জালের মাঝে মাছেরা ফাঁসে
ধরে রুই পোনামাছ।
ধানের আঁটি বোঝাই লয়ে
আসছে গরুর গাড়ি,
বধূরা আসে নদীর ঘাটে
স্নান সেরে ফেরে বাড়ি।
দিনের শেষে পাহাড় ঘেঁষে
সূর্য লুকায় যখন,
আঁধার নামে থাকে না কেহ
নদীর ঘাট নির্জন।
জোছনা ঝরে নদীর চরে
চাঁদ ওঠে শাল বনে,
নদীর বাঁকে শেয়াল ডাকে
ডাক শুনি ঘনে ঘনে।
রচনাকাল : ১৩/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।