এক ভয়ংকর সময়ের দিকে হাঁটছে আমার দেশ;
হাঁটছে, রেজিমেন্টেড।
হাঁটছে লেফট রাইট, রাইট লেফট হাঁটছে।
'ভারত মাতা কি ...' হাঁটছে, হাঁটছে 'জয় শ্রীরাম'!
হাঁটছে রিয়ালিটি - অগমেন্টেড, হাঁটছে তিনু বাম।
আসমুদ্রহিমাচল, এক মৃত্যু মিছিল।
আসিফার জানাজার নামাজে যোগ দিতে
সুদূর বিদর্ভ থেকে ছুটে আসছে কৃষকদের শবযাত্রা!
পথ পুলিশে ছয়লাপ, পথ রক্তে পিচ্ছিল।
মিছিল রাজস্থান পৌঁছালে আফরাজুল যোগ দেবে,
আগেই পা মিলিয়েছে রোহিত ভেমুলা।
পথে আখলাক পড়বে, আরেকটু ঘুরপথে তাপসী মালিকও!
বড্ড রুখা সুখা! বড় বেশি রাজনৈতিক এক মিছিল
মণিপুরের আর্মি ক্যাম্প থেকে গুজরাতে
নগ্ন হেঁটে আসছে, হেঁটে আসছে মৌন -
বেস্ট বেকারীতে পোড়া পাউরুটি খেতে!
এক স্বপ্নীল ভবিষ্যতের দিকে ধাবমান আমার দেশ!
দুই অঙ্কে জিডিপি, শঙ্খে বিজয়নাদ -
ভাইও আউর বাহেনো শুনুন রেডিওতে আপনাদেরই মন কি বাত!
শুনুন এ ভারতভুমি শুধু আপনার!
তা আখলাক বা রোহিতের ছিল না কোনদিন!
এ মৃত্যু উপত্যকা! এ আপনারই দেশ!
এ তোমারই সাড়ে তিন হাত ভূমি
যেখানে কোনো যোনির নেই অধিকার
অক্ষত থাকার!
রচনাকাল : ১৭/৪/২০১৮
© কিশলয় এবং আলমগীর বৈদ্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।