তারুণ্যতায় দ্বীপ্ত জীবনের আহবান
স্বপ্ন নিয়ে জেগেছি আজ ব্রত মহান
ছোট ছোট স্বপ্ন আর অসীম ভাবনা
জয়ের নেশায় মাতাল অফুরন্ত সম্ভাবনা।
বন্ধুর হাতে রেখে হাত দৃপ্ত শপথ মোদের
ফেরাব হাসি পাঠাব স্কুলে পথশিশুদের
অনাহারে অভুক্ত মানুষের পাশে দাড়াব
কোমল মমতায় ভালবাসার হাত বাড়াব।
হাড় কাপানো শীতে কাউকে কষ্ঠ পেতে দেবনা
পরম উষ্নতার স্পর্শে ভূলাবো ওদের যন্ত্রনা
এসিড সন্ত্রাস-নারী নির্যাতনে হব স্বোচ্ছার কন্ঠস্বর
মূমুর্ষকে বাচাঁতে রক্তদানে সর্বদাই হব অগ্রসর।
মানুষের মাঝে জাগাবো প্রেরনা বাড়াবো সচেতনতা
হাজারো কন্ঠে ধ্বনিত হবে স্লোগান ‘জয় মানবতা’
মোরা ভালবাসি বাংলাদেশ ভালবাসি প্রিয় স্বদেশ
বাঙালিআনায় অহংকার দেশের তরে গর্ব অশেষ।
মানুষের ভালবাসা দোলা দেয় মোদের প্রাণে
আমরা করব জয় তাই আজ ভালবাসার টানে
মানবতার মশাল জ্বালাব মোরা বন্ধুত্তের জয়্গানে
আমরা করব জয় তাই আজ জীবনের আহবানে।
রচনাকাল : ১/১১/২০১১
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।