রক্ত চাই রক্ত অনেক রক্ত
রক্ত দেবে ?
থোকা থোকা রক্ত নয়
ব্যাগ ভর্তি সজীব লাল রক্ত
জীবন কেড়ে নিতে নয়
জীবন প্রদীপ জ্বালাতে রক্ত চাই
এক ব্যাগ রক্ত দেবে ভাই
চার মাস অন্তর রক্ত দানে
হয়না ক্ষতি কারো জীবনে ।
যদি একব্যাগ রক্তের বিনিময়ে
হেসে ওঠে একটি তাজা প্রাণ
তোমার থেকে খুশি হবে কে আর
গাইবে তুমি জয় মানবতার গান ।
এটাই সময় প্রমাণ করার
কত মহৎ হৃদয় তোমার
জীবন বাচাতে ভাল লাগে
নিজের রক্তের আত্মত্যাগে
মানুষ-ই পারে ভালবাসা দিতে
মানুষ-ই পারে জীবন বাচাতে।
তোমার এ মহৎ দানের ক্থা
লোকে পূর্ণ কৃতগ্গতায় করবে স্বরণ
তুমিও প্রতিদান পাবে একদিন্
যদি হয় তোমারও প্রয়োজন ।
চল ভাই চল মানুষ সবাই
দলে দলে আজ রক্ত দিতে যাই
তোমার তরে যদি বেচেঁ যায় একটি প্রাণ্
গর্ব করে হাসবে করেছো বলে রক্ত দান ।
রচনাকাল : ১২/১০/২০১১
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।