পদে পদে যখন একলা চলতে ভয় পুরুষ, তোমার কাঁধে মিলেছে আশ্রয়। পুরুষ আমার কাছে তুমি বরাবর ই ঐ বটগাছটার মতো। প্রখর রোদের দিনে তোমার কাঁধে টেনে আমার মাথা, আকাশের মতন আড়াল দিয়েছ বাবার মতন ছায়া দিয়েছ মায়ের মতন শান্তি দিয়েছ। প্রেমিকের মতন প্রেম দিয়েছ প্রিয় বন্ধু র মত যুগিয়েছ ভরসার আলো। পুরুষ তুমি বাবার মত ই ভালো।রচনাকাল : ১৬/৪/২০২০
স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন।