অশান্ত শ্রাবন
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুমিতা সরকার
দেশ : India , শহর : সোনারপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১০ টি লেখনী ২৩ টি দেশ ব্যাপী ৬৫৪৬ জন পড়েছেন।
আমাকে একটা শ্রাবন দিতে পার??

যে শ্রাবনে আমি শুধু একলা তোমার?

যে শ্রাবনে শুধু তুমি আর আমি পাশাপাশি, আর একটা গোটা রাত?

তোমার প্রতি শিরায় শিরায় অনুভূতিতে,হৃদয়ের অলিন্দে, নিলয়ে, সংকোচনে,প্রসারনে, মিশে যাওয়া?

যে শ্রাবনে বাইরে ঝরবে বৃষ্টি আর মনের অন্তর্দহনে ঝরে পড়বে শ্রাবনের বারিধারার অক্লান্ত শীতলতাসম তোমার ভালবাসার অনুরনন?

শ্রাবন আসে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আর গোটা প্রকৃতিকে বর্ষনধারায় সিক্ত করে, চারদিক সবুজে সাজিয়ে দিয়ে যায়।

এমন একটা শ্রাবন রাত দাও, যে রাতে শুধু বুঝব আমি শুধুই তোমার। একটা অন্য পৃথিবী একটা অন্য সুখের ঠিকানায় হারিয়ে যাব। কোথাও একটা স্বপ্নের কল্পনা গড়বে মায়াজাল, চাঁদ লুকোবে তার মুখ মেঘের কোলে আর আমি তোমার বুকে ঠিক তেমনি ভাবেই লুকিয়ে উপভোগ করব প্রকৃত সুখের আশ্রিত ঠিকানা কাকে বলে??

এই শ্রাবনেই হারাতে চাই ঠিকানা, হারাতে চাই আমার আমিত্ব, একটা অজানা অচেনা কোনে নিজেকে নিঃশেষিত করে গড়ব নতুন পরিচয় যা হবে তোমার নামে নামাঙ্কিত। 

সময় ঘড়ির কাঁটা মূহুর্তের জন্য যাবে থেমে,  এমনকি শ্রাবন নিজেও থমকে যাবে ভালবাসার সমর্পন দেখে।

ঘুচিয়ে দাও একাকীত্ব, ঘুচিয়ে দাও আমার সত্তাকে, নতুন করে প্রতিষ্ঠা কর তোমার উপস্থিতি এই শ্রাবনকে ঘিরেই।

হারিয়ে যাক হৃদয়, বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাক অনুভূতি, ফুলের সৌরভে যেমন মাতাল হয় ভ্রমর, তেমন আবেশের কম্পনে কম্পনে ছড়িয়ে দাও তোমার অনুশাসন, অনুরাগ, অনুরণন।

আমি শুধু নির্বাক, বাকরুদ্ধ, মন্ত্রমুগ্ধ হয়ে বলি,  এমন শ্রাবন রাত ফিরে ফিরে আসুক আবার জীবনে। 

যে শ্রাবনে শুধু শরীরই ভিজবে না, ভিজবে মনের অন্তর্দহনের গহীন, গোপন, অন্ধকারের উষ্ণতা............!!!!
রচনাকাল : ৩/৩/২০২০
© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 49  Europe : 1  France : 1  Germany : 5  India : 223  Ireland : 29  Malaysia : 1  Oman : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 7  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 1  United States : 363  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 49  Europe : 1  France : 1  
Germany : 5  India : 223  Ireland : 29  Malaysia : 1  
Oman : 1  Russian Federat : 7  Saudi Arabia : 7  Turkey : 1  
Ukraine : 9  United Kingdom : 1  United States : 363  
© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অশান্ত শ্রাবন by Sumita Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.