যারা এসেছিল দিন আলো করে,
চলেও গেছে দিনান্তে;
তবু আজও তাঁরা রয়ে গেছে
রুপোলী আকাশ পানে,
চাঁদের আভা পাশে তারা হয়ে।
যারা এসেছিল শরৎ মেঘ হয়ে
চলেও গেছে হেমন্ত কুয়াশা দিয়ে,
তবু আজও তাঁরা রয়ে গেছে
শীতের হিমেল বাতাসে,
সূর্যের আলোর মিষ্টি কিরণ হয়ে।
যারা এসেছিল বসন্তের ফুল হয়ে,
চলেও গেছে গ্রীষ্মের খরতাপে;
তবু আজও তাঁরা রয়ে গেছে
লোহৌ তপ্ত হলদে আকাশে,
বাগান-পুকুর পাড়ের শীতল সমীর হয়ে।
সময়ের আমোঘ থাবার কবলে
মিষ্টি মধুর মুহূর্তগুলো শেষ হয়ে যায়,
তবু সেই মুহূর্তের স্মৃতি গুলো যেন
মনের অসীম আকাশে ধ্রুবতারা হয়ে
জীবনের অনিশ্চিত যাত্রায় শরিক।
সময় পারেনা ছিনিয়ে নিতে সবকিছু
কিছু চলে গিয়েও রয়ে যায় অনুভূতিতে
আত্মার অটুট বর্ম প্রায় অমর স্মৃতি হয়ে।।
রচনাকাল : ১/৩/২০২০
© কিশলয় এবং লোপা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।