মা আমাকে ক্ষমা করো
বাস্তবতার কঠিন বেড়াজালে
শেকড় ছিন্ন আমি আজ দূর পরবাসে।
তুমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে
তোমার শিয়রে বসে থাকতে না পারা
কিংবা পবিত্র চরণে হাত বুলাতে না পারা
আমাকে বড় কষ্ট দেয় মা।
বলতে পারিনা আর একটু খাও মা
কিংবা শাসন করতে পারিনা ঘুমোবে বলে
ঔষুধটা ঠিকমত খেয়েছো কি না জানি না
দূরে থাকার যন্ত্রনা বড় কষ্ট দেয় মা।
দুবছর হলো তোমার আদর পাই না
তোমার কোলে মাথা রেখে ঘুমোতে পারিনা
আজ কতদিন হলো মা
শুনিনা তোমার মুখে আদুরে ডাক;
তোমার হাতে এক লোকমা ভাত খেতে পাইনা
না খেলে কেউ মধ্যরাত অবধি অপেক্ষা করেনা
মাগো খুব মিস করি তোমাকে
মাগো খুব ভালবাসি তোমাকে, খুব।
তোমার ছেলে মাগো অনেক বড় হয়েছে
ওসব নিয়ে আর ভাবতে হবে না
আমার সবটা আমি নিজেই করে নিতে পারি
তাই আমায় নিয়ে আর চিন্তা করো না
আমি ভাল থাকবো যদি তুমি ভাল থাকো
পৃথিবীর সবচেয়ে ভাল দেশের একটিতে
থেকেও আমি ভাল নেই মা
ওখানে তুমি ভাল নেই বলে।
রচনাকাল : ৩/২/২০১২
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।