নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান……….দেশের সম্মান।
জ্বলন্ত কবিতা-৫ (সমাপ্তি পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
জাগো ভারতের নারী,
পেট্রোল দহনে দেহে আগুন জ্বলে ভুলতে কভু কি পারি?
মোছ আঁখিজল আগুন জ্বলুক, দিকে দিকে জ্বালো আগুন,
ভারতের শ্যামল প্রান্তরে বন্ধ হোক হত্যা, রক্ত আর খুন।
নির্যাতিতা নারী জেগে ওঠো আজ হাতে তুলে নাও মশাল,
দুইচোখে জ্বলুক প্রতিশোধের আগুন জেগে উঠুক মহাকাল।
অসুরে অসুরে ছেয়ে গেছে দেশ সেই অসুরে করিতে সংহার,
মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভূতা হয়ে নাশো অসুর এ ধরার।
রণহুংকারে মেতে ওঠো নারী আগুন জ্বলে উঠুক দুই চোখে,
বজ্রহুংকারে ফেটে পড়ো নারী হয়ো না ম্রিয়মান কভু শোকে।
ত্রিশূল তুলে নাও মাগো আজি বধিবারে ধরিত্রীর মহিষাসুর,
বিশ্ববাসী দেখুক নারীর শক্তি শংকা সবাকার করো মা দূর।
জেগে ওঠো নারী ভীমা ভয়ংকরী অসুর সংহারী মাগো তুমি,
করি শিরশ্ছিন্ন করো নিশ্চিহ্ন অসুরমুক্ত করো মা ভারতভূমি।
মোছ মাগো আঁখিজল,
বজ্রনিনাদে কেঁপে উঠুক ধরা জাগো অভয়াশক্তি মায়ের দল।
রচনাকাল : ১১/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।