নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান……….দেশের সম্মান।
জ্বলন্ত কবিতা-৪ (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
পশু চিকিত্সকে সবে একে একে চারজনে একসাথে,
সারারাত ধরে বলাত্কার করে তারপরে ভোর রাতে-
জাপটি ধরি প্রিয়াংকাকে তারা শ্বাসরুদ্ধ করি করে খুন,
নিথর দেহে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল দেহে আগুন।
জ্বালিয়া আগুন দ্রুতগতি ধায় করে তারা পলায়ন,
একা সেপথে আসে কোনমতে দুগ্ধওয়ালা একজন।
আগুন দেখি উঠিল চমকি ফোন করে তদনন্তর,
সংবাদ পেয়ে পুলিশ আসে ধেয়ে তথায় অতঃপর।
পুলিশ তারপরে তদন্ত করে অভিযুক্তদের করে গ্রেপ্তার,
পুলিশ হেফাজতে রাখি তাদের পরে করিল এনকাউন্টার।
মৃত প্রিয়াংকা! জীবন দিল সে যে ঝলসিয়া অগ্নিদাহে,
পুলিশের কাজ পুলিশে করেছে দোষ কিবা বল তাহে?
সমুচিত শাস্তি পায় অপরাধী সর্বশ্রেষ্ঠ সে বিচার,
জনতার রায় দোষী সাজা পায় আদালত জনতার।
করে জনগণ পুষ্প বরিষণ হেন শুনি নাহি কভু,
হায় প্রিয়াংকা! মৃতআত্মা তার শান্তি পাবে কি তবু?
রচনাকাল : ১০/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।