নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান……….দেশের সম্মান।
জ্বলন্ত কবিতা-৩ (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
চোখ ভরে আসে জলে,
বাতাসে ভাসে লাশের দুর্গন্ধ, লাশে দাবানল জ্বলে।
অপমানিতের দারুণ বেদনা ভেঙে গেছে জাতির মজ্জা,
প্রিয়াংকাদের সম্ভ্রমহানি জাতীয় জীবনে নিদারুণ লজ্জা।
কান পেতে শোন হাসে কারা ওই ধর্ষক পশুদের দল,
ওদের নির্যাতনে নির্যাতিতা নারীর চোখ করে ছলছল।
দেশের মাটিতে লাঞ্ছিতা নারী, নারীজাতির অপমান,
নারীর অপমান জাতির অপমান দাও নারীর সম্মান।
সারা দেশ জুড়ে নারী নির্যাতন নারী জাতির লাঞ্ছনা,
নারীর সম্ভ্রম ভুলুণ্ঠিত আজি নারীর চরম অবমাননা।
দিকে দিকে চলে নারীহত্যা আর দেশজুড়ে গণধর্ষণ,
নারীধর্ষণ জাতির লজ্জা কে বাঁচাবে নারীদের সম্ভ্রম?
বিদ্রোহী কবির প্রতিবাদী কলম লিখে নারীর জয়গান,
কে আছো জোয়ান করি আহ্বান বাঁচাও জাতির মান।
চোখ ভরে আসে জলে,
বাতাসে ভাসে লাশের দুর্গন্ধ, লাশে দাবানল জ্বলে।
নারীলাঞ্ছনা দিকে দিকে তাই দেশ গেছে রসাতলে।
রচনাকাল : ৯/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।