নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান………দেশের সম্মান।
জ্বলন্ত কবিতা-১ (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
মরেছে প্রিয়াংকা অভিমান নিয়ে দগ্ধ হয়েছে কায়া,
সেদিন হতে নিখিল জগতে নেমেছে শোকের ছায়া।
শোন কান পেতে রাত্রি নিশীথে হাসে কারা খলখল,
হিসাব রাখি না অযুত প্রিয়ংকা অগ্নি-দগ্ধ অবিরল।
দিকেদিকে চলে নারী-ধর্ষণ আর হত্যা রক্ত আর্তনাদ,
নারীরা ধর্ষিতা প্রতি পলেপলে, কারা পাতে মৃত্যুফাঁদ?
প্রিয়ংকারা হেথা জ্বলে পুড়ে মরে পায় নাকো সুবিচার;
ধর্ষকে আজ ছেয়ে আছে দেশ, দেশ জুড়ে হাহাকার।
জ্বলিছে প্রিয়াংকা পেট্রোল দহনে ভাষাহীন চিত্কার,
জ্বলন্ত হয়ে দগ্ধ দেহ তরুণী পশু-ডাক্তার প্রিয়াংকার।
রমণীজাতির চরম লাঞ্ছনা শেষে আগুনেই হলো শেষ,
আগুন জ্বলুক দিকেদিকে আজ জেগে উঠুক সারাদেশ।
নারীর সম্মান দেশের সম্মান …...বাঁচাও জাতির মান,
নারীর অপমান জাতির অপমান গাও তাদের জয়গান।
রচনাকাল : ৬/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।