পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি
এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-১)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
ঘরে ঘরে পিঠেপুলি ভারি ধূম-ধাম,
পিঠেপুলি উত্সবে মেতে উঠে গ্রাম।
গুড় পিঠা, তিল পিঠা নারিকেল আর,
সরা পিঠা, বাটি পিঠা হরেক প্রকার।
ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য সব চাষী,
দুধ দিয়ে পিঠা সবে খায় রাশি রাশি।
খেজুর গুড়ের গন্ধ ভাসে চারপাশে,
বাড়ি বাড়ি থেকে কত নিমন্ত্রণ আসে।
পিঠে খায় বলে লোকে সব খায় মুখে,
তিল ছাঁই, চাঁছি দিয়ে খাই কত সুখে।
পৌষ মাস সংক্রান্তি মকর পরব,
শান্তিকেতনের পৌষমেলা উত্সব।
জয়দেব কেন্দুলির মেলা বসে ভাই,
এস ভাই সবে মিলি নদীঘাটে যাই।
রচনাকাল : ১৩/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।