তোমার কাছে হার মেনেছি
এই ভাঙা গড়ার খেলায়
তোমার ইচ্ছে টা যে বড়ই কঠিন,
তাই ভুলেছ হেলায়।
আজ মেখেছি নীরবতা
প্রতিজ্ঞারই ছলে,
তোমার হঠাৎ দু-চার কথায়
সব কিছু যাই ভুলে।
হটাৎ করে তোমার এমন বিচলন
করছে মোরে বিদ্রূপেরই এক ত্রাস
এযে অদৃষ্টেরই লেখা
এক নির্জন পরিহাস।
সবাই বলে একটি কথা
এযে ব্যার্থতারই পরিচয় –
কেমন তার বেসুরো আজ
আমি করতে নারি’ জয়।
দু-চার খানি শব্দ দিয়ে
কেমনে যায় লেখা
তোমায় নিয়ে ভাবনা গুলো
আজো দেয় নিয়ত ব্যাথা।
মনের ব্যাথা মনেই চেপে
লেখার সাথে ইতি
আমার ভাঙা গড়ার দিন গুলি সব –
আজ কেমন যেন স্মৃতি।
বুকের মাঝে এই বেদনা
করেছে পাষাণ ভার
সবার মাঝে কেমন যেন
অলিখ করুণার ই হার।
মনের মাঝে তুলির সে টান
আজ সবই যে বিচিত্র –
সব শূন্যতারই মাঝে
সেথায় বিরাজ নির্বাক এক চিত্র।
যেথায় দেখি ধুসর মাঝে
শরৎ-এরই তুলোর পেঁজা মেঘ
রুদ্ধ সেথা মনের ব্যাথা
টেনেছি চলার রেশ।
নির্জনতার সেই দ্বীপে আজ
শূণ্য রাশি রাশি –
সদাই সেথায় নির্লিপ্ত প্রায় –
অমোঘ করুণ হাসি।
রচনাকাল : ২৬/৬/২০১১
© কিশলয় এবং অজয় হাজরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।