ভারতবর্ষ মহান দেশ ,
নেইকো কোনও হিংসা দ্বেষ ।
এই দেশেতে জন্ম যে কতো বীরের ,
জগত জোড়া নাম যে তাদের ।
তাদের কৃতকমের্র দ্বারা -
ভারতে বয়েছে জ্ঞানের প্রসিদ্ধ ধারা ।
তাদের অসীম করুণায় -
এ দেশ তথা ভারত আলয় ভরে যায় ।।
তারাই গড়েছে এ দেশ ।
তাদের নেইকো কোন দ্বেষ ।
বাঘা যতীন,সূর্য সেনের মত বীর
তাদের নিকটে করি সর্বদা নত: শীর... ।
তাদেরই আসীম বীরত্বে - একদা ,
এ দেশ ছেড়ে পালিয়েছে ব্রিটিশ শাসকেরা ।
কবিগুরু,বিদ্যাসাগর দের লেখনীর ছোঁয়ায়ে
অমৃতসম লেখায়ে এ দেশ ভরে যায় ।
তাইতো মোরা কভু না ভুলি ,
সদা স্মরণে এইসব নাম গুলি ।।
রচনাকাল : ২৮/৬/২০১১
© কিশলয় এবং Jit Chakraborty কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।