সাঁতার কাটি সাঁজ সকালে জীবন নদীর জলে , তাকিয়ে থাকে দীপ্ত তপন নীল আকাশের তলে । রঙ্গিন আলোয় উজল ধারায় ঝরছে আশীর্বাদ , প্রণাম জানাও সেই আলোকে মিটিয়ে মনের সাধ । তিমির নাশি , তন্দ্রা টুটি জীবন সূর্য জাগে, যোদ্ধা যে জন পৌঁছে যাবে লক্ষ্যে সবার আগে । গিরির দুর্গ ভেদ করে যে স্রোতস্বিনী আসে , তারি স্রোতে আজকে আমার জীবন তরী ভাসে ।রচনাকাল : ১৬/১২/২০১১