মাগো, তোমায় মুখখানি আজ কেমন আবছা মনে পড়ে
মনে হয় ,তোমায় দেখিনি বহুদিন ধরে।
কাকভোর প্রভাতে উঠে দিনভর খাটুনি শেষে
পেয়েছি পোড়া ভাত তাই খাচ্ছি বসে
কী যে তৃপ্তি তোমার দুচোখে পড়ত ঝরে
হারিয়ে যাওয়া ক্ষণে
তুমি আছো মণে প্রাণে
ছল্ ছল্ চোখ যাচ্ছে অশ্রু ভোরে
মাগো, তোমায় ভীষণ মণে পড়ে।
বাবার ভয়ে, শাষন এড়াতে, তোমার আঁচল ছায়ে
ঢেকেছো কতবার, শক্ত দুহাতে, শত গঞ্জনা শয়ে
দিয়েছ জীবন, স্নেহের বাঁধনে, জীবন গড়ার তরে
মাগো, আজ তোমায় ভীষণ মণে পড়ে।
কতশতবার, যত আবদার, রেখেছি তোমার পরে
পূরণ করেছ, তৃপ্ত নয়নে, রাখোনি কখনও ধরে
অবচেতনে দিয়েছো দীৰা, মানুষ হবার তরে
মাগো, আজ তোমায় ভীষণ মণে পড়ে।
আজো মনে হয়, সংকটে-ত্রাসে, বীবেক-গ্রাসে,
রেখেছিলে আঁচলে ভোরে
তোমারি ছত্রছায়ায় পেয়েছি ফিরে বল,
তোমার আশীষ অবিরাম যেন ঝরে
তুমি নেই মা আজ আমার মণের পাড়ে
তোমার বুকের মানিক তোমায় স্মরণ করে.....
রচনাকাল : ২২/১১/২০১১
© কিশলয় এবং শান্তনু পানিগ্রাহী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।