একঘেঁয়েমি জীবনটায় নিজেকে লাগছে কেমন ফাঁকা ।
জানি,
একা ওই বসন্তের শেষ পাতা
একা ওই মাঝ রাতের চাঁদ
একা ওই শান্ত নদীর ঢেউ
ওদের মতো আমি ও আজ একা ।।
দেখলাম গোপন গুঞ্জনের উঁকি মেরে দেখা ।
জানি আমি,
আছে একা ওই অসহ্য নিরবতা
আছে একা ওই অতল শূন্যতা
আছে একা ওই নিঃসঙ্গ বটবৃক্ষ
হারিয়ে যাই ওদের মাঝে আমি একা ।।
নিস্তব্ধতার মাঝে পরিনতির লুকিয়ে থাকা ।।
একা রয়েছে পড়ে ধূসর কোন অতীত
একা হয়েছে আজ ফেলে আসা স্মৃতি
হাজার উম্মাদনার মাঝে আমায় লাগছে কেমন একা ।।
রচনাকাল : ১৫/১১/২০১১
© কিশলয় এবং শান্তনু পানিগ্রাহী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।