নীরব অভিমান হেরেছে যেখানে, হাসি তো আর নেই সাজানো বাগানে। কে কাকে ছেড়ে গেলো একলা দিনশেষে, কান্না জমা হয় ক্লান্তি অবশেষে। পুরানো দিনসব হারিয়ে নিঃশেষ, চোখের পাতা ভারি দুঃখ অনিমেষ। এখনো রাত আসে চিলের ডানার পরে, আজ আর কেউ নেই শূন্য স্মৃতির ঘরে।রচনাকাল : ১৬/৮/২০২০
ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন। উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।