, শহর : জয়নগরপড়ন্ত বিকেলের আলো মেখে হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে এসে ঢুকল আকাশ। লাবণ্য তখন জং ধরা জানালা দিয়ে বাইরের পৃথিবীতে নিজের জন্য একটা ঘর খোঁজার চেষ্টা করছিলো। "কেমন আছিস এখন বণ্যা!" ভারী হয়ে আসা চোখের পাতা তুলে লাবণ্য বলল, "আর এসো না আকাশদা। তুমি যে বণ্যাকে ভালোবাসতে সে হারিয়ে গেছে ঐ রাতের পর।" "কিছু পশু আমার বণ্যার শরীরের ওপর আক্রমণ করেছিলো বলে সে হারিয়ে যেতে পারে না। তার ভিতরে ভোরের প্রথম ফুলের মতো যে মনটা রয়েছে সেটাতে যে শুধুমাত্র আমার অধিকার।"রচনাকাল : ৩/৮/২০২০
ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।
উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।
ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।