পড়ন্ত বিকেলের আলো মেখে হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে এসে ঢুকল আকাশ। লাবণ্য তখন জং ধরা জানালা দিয়ে বাইরের পৃথিবীতে নিজের জন্য একটা ঘর খোঁজার চেষ্টা করছিলো।
"কেমন আছিস এখন বণ্যা!"
ভারী হয়ে আসা চোখের পাতা তুলে লাবণ্য বলল, "আর এসো না আকাশদা। তুমি যে বণ্যাকে ভালোবাসতে সে হারিয়ে গেছে ঐ রাতের পর।"
"কিছু পশু আমার বণ্যার শরীরের ওপর আক্রমণ করেছিলো বলে সে হারিয়ে যেতে পারে না। তার ভিতরে ভোরের প্রথম ফুলের মতো যে মনটা রয়েছে সেটাতে যে শুধুমাত্র আমার অধিকার।"
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।