এসেছে পহেলা বৈশাখ;
এসেছে বাংলা নববর্ষ।
এসেছে এবারও বছর শেষে,
সময় মতো নিয়ম মেনে;
হয়নি শুধু রবির গান ও নাচ,
বাঙালির ঘরে ও বাইরে ।
তাই অনেকের মনে হয়েছে,
এসেছে কি পহেলা বৈশাখ?
এসেছে কি বাংলা নববর্ষ?
খুব চিন্তিত কেউ এই নিয়ে;
কারোর মনে ভীষণ দুশ্চিন্তা।
কেউ বলছে রঙহীন নববর্ষ।
কেউ আবার হচ্ছে না বিচলিত;
আবার বলছে কেউ শান্ত ভাবে,
যা হবার ছিল তাই তো হয়েছে।
যেমনে এসেছে নববর্ষ বৈশাখে,
তেমনে নেব আজি বরণ করে,
মনের প্রদীপ জ্বালিয়ে দিয়ে।
নানান ধরনের মানুষের,
বসবাস এই বঙ্গভূমে;
সেখানে থাকবে ভিন্ন চিন্তাধারা।
আমন্ত্রণ করবে যে যেভাবে,
নববর্ষ নানান রুপে দেবে দেখা
তেমনে, সবার হৃদয় ক্যানভাসে।
রচনাকাল : ২৯/৪/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।