মনের কোণে জমেনি ঝুল
আজও ফাগুন এলে
পলাশ রঙে রাঙিয়ে মন
বসন্তে ডানা মেলে।
মনের আগুন থাকনা বেঁচে
জ্বলুক ফাগুন হয়ে
বসন্তের ওই হাতছানিতে
উঠুক আবার গেয়ে।
লাল আবিরে মন রাঙিয়ে
পুরানো দিন ফিরুক
ক্যানভাসে তে ভেসে উঠে
আনন্দে মন ভরুক।
আমার আমি আজও তেমন
অপেক্ষাতেই থাকে
তোর মনে মন রাংবে বলে
কল্প ছবি আঁকে।
চোখের কোণের জল মুছে তুই
উৎসবে ওঠ মেতে
যা হারিয়ে ফাগুন রাতের
ভালোবাসার স্রোতে।
পড়ছে মনে সেই সে দিনের
হারিয়ে যাওয়া ভোর
আজও আমি তেমন আছি
যেমন ছিলাম তোর।
রচনাকাল : ৯/৩/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।