খোলা জানলা দিয়ে চাই আজ আকাশপানে
হাত বাড়াতে ইচ্ছে করে ওই নীল দিগন্তে,
মন চায় আজ উড়ে যেতে ওই অসীমের মাঝে,
কিন্তু ধুলো ভরা টেবিল বেঁধে রাখে বই এর স্তূপে।
ডুবতে চায় মন আজ গভীর প্রশান্তে-
কিন্তু কর্তব্য এসে আজ কড়া নাড়ে দ্বারে;
চোখের ভাষা আজ হারিয়েছে চোখেরই জলে
তাই সুপ্ত ব্যথা আজ সুপ্তই থাকে হৃদয়ের গহনে।
হারিয়েছি সব আজ বিশ্বাসের বিনিময়ে,
পাব কি নতুন কিছু বেঁচে থাকবার আশায়?
জানিনা কেন অমাবস্যা এল পূণিমার বিনিময়ে
তবু বাস্তব যে সত্য ধ্রুবতারার ছটায়।
স্বপ্ন আজ ভেঙ্গে গেছে মিথ্যে ফুলের কাঁটায়,
বেদনার্ত ক্ষতের স্মৃতিতে ভয় পেয়েছে হৃদয়;
কর্তব্যের সামনে বিবেক যেন কিছুটা পিছপা
তবু এগিয়ে যাওয়ার জন্য তার দৃঢ় প্রতিজ্ঞা।
ছিঁড়ে ফেলেছে সে আজ না ফোটা ফুলের কুঁড়ি
যে ফুল অহরহ মিথ্যে ইঙ্গিত করে
তাকে চায় না সে মিথ্যের জাল বুনে দিতে;
ঘৃনা করে সে মিথ্যের মিথ্যে প্রতিরূপকে,
সে যে ভালোবেসেছে নাম না জানা
গন্ধহীন,সাধারন এক ঘাসফুলকে।
রচনাকাল : ২৬/৬/২০১১
© কিশলয় এবং তন্ময় সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।