অশরীরী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ২৪০২৭ জন পড়েছেন।
কয়েকদিন ধরেই সুমিত্রা দেবীর বাতের ব্যথা টা অসম্ভব বেড়েছে। পেটে গোলোযোগ, হার্টের ব্যামো,কোলেস্টেরল, থাইরয়েডের সমস্যা, ইউরিক অ্যাসিড-কোন রোগটা যে নেই, তা বলা মুশকিল। বসন্তকালের এই সময়টা দোতলার ব্যালকনি টা দিয়ে বেশ ফুরফুরে হাওয়া আসে। সেখানেই চেয়ার পেতে বসে চা খান সুমিত্রা দেবী। এ সময় টা স্বামী অরুণ বাবুর সঙ্গে তিনি কোয়ালিটি টাইম কাটান, গল্প করেন, গানের লড়াই খেলেন। আজ বিকেলেও ব্যালকনিতে বসে চা খেতে খেতে সুমিত্রা দেবী অরুণ বাবুকে বলছিলেন- উফ, বাতের ব্যথা টা কদিন যা বেড়েছে, কিচ্ছু যেন ভালো লাগছে না জানো। অরুণ বাবু মৃদু হেসে বললেন-"আরে গিন্নি, শরীর থাকলে রোগ তো হবেই। ও নিয়ে মন খারাপ করলে চলে? ধরো তো, মান্না দে র একটা গান ধরো দিকি।"
গিন্নির মুখ ব্যাজার।বললেন- "সেইই। তা যা বলেচো। শরীর থাকলেই মাইরি যত্ত জ্বালা । ধুর্।"
অরুণ বাবুর ঠোঁটে বিজয়ীর হাসি। সুমিত্রা দেবী আর থাকতে না পেরে বললেন- "খুব হাসি পাচ্ছে না? নিজে তো গত বছরই এইসব জ্বালা যনতন্না, বাতের ব্যথা থেকে মুক্তি পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছো। নিজেকে তো আর জ্বলতে হয় না। তাই আমাকে এসচো জ্বালাতে?"
অরুণবাবু বললেন- "তোমাকে কুটুস করে একটু জ্বালাতেই তো আসি গিন্নি। তবে যাই বলো, এই অশরীরী থাকার মজাই আলাদা। নাও দিকি, চা টা তাড়াতাড়ি শেষ করে 'ম' দিয়ে একখান গান ধরো দিকি। 
নাকি আমি গাইব ফার্স্টে?"
রচনাকাল : ৩/৩/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 33  China : 38  Europe : 1  France : 1  Germany : 5  India : 411  Ireland : 49  Japan : 14  Oman : 1  
Romania : 2  Russian Federat : 16  Saudi Arabia : 15  Sweden : 18  Ukraine : 12  United Kingdom : 16  United States : 443  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 33  China : 38  Europe : 1  
France : 1  Germany : 5  India : 411  Ireland : 49  
Japan : 14  Oman : 1  Romania : 2  Russian Federat : 16  
Saudi Arabia : 15  Sweden : 18  Ukraine : 12  United Kingdom : 16  
United States : 443  Vietnam : 2  
লেখিকা পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অশরীরী by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১০০৯৬৪৭