ভাবি আমি মনে মনে,
আজ তবে কইব কথা,
ও নদী, তোমার সাথে।
তবে কেন, ফিরে আসি
না বলে মনের কত কথা,
ও নদী, তোমার সাথে?
এভাবে কেমনে বলিব তোমায়,
আমার মনের দুঃখের কথা,
ও নদী, তোমার কাছে?
বলতে গিয়ে মম ব্যথা,
মানবের ক্রন্দন মনে পড়ে ;
ভুলে যাই তখন আপনারে।
এভাবে কেমনে বলিব তোমায়,
আমার মনের দুঃখের কথা,
ও নদী, তোমার কাছে?
বলতে গিয়ে মম ব্যথা,
দেখি তুমি বুকে লয়ে,
বইছ বোঝা মনুষ্য পাপের।
এভাবে কেমনে বলিব তোমায়,
আমার মনের দুঃখের কথা,
ও নদী, তোমার কাছে?
বলতে গিয়ে মম ব্যথা,
শুনি যখন কান পেতে,
রেখে মাথা তোমার কোলে,
যেন বলছ তুমি আমায় -
'বইতে ক্লান্ত আমি মনুষ্য বোঝা'
এরপর আর চাই না দিতে,
মম দুঃখের অসীম বোঝা,
ও নদী, তোমার বুকে।
তাইতো ফিরি শান্ত মনে,
তোমা হতে নত শিরে,
তোমার করুন কাহিনি শুনে ;
না জানিয়ে মনের দুঃখ মম,
না রেখে মনে আক্ষেপ কোন।
রচনাকাল : ২৮/২/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।