।।অনুপ্ররণা।।
আমাদের জীবনে দুঃখ,কষ্ট বার বার করে আসে!
সুখ যে আসে না তা নয়, তবে ক্ষনস্থায়ী।
চীরস্থায়ী কোনটাই হয় না।
তাই বলে দুঃখ করে বাকী দিনগুলো নস্ট করো না।
যে কটা দিন হাতে পাও মনের আনন্দে কাটাও,
কে জানে আজ আছি কাল নাও থাকতে পারি।
তবে, কেন করবো সময়ের অপচয়?
তাই মন যা চায় ,তাই করো।
নিজের মনের সুপ্ত প্রতিভাকে তুলে ধরো,
কে বলতে পারে, যে কটা দিন হাতে আছে,
তাতে হয়তো অনেক সন্মান অর্জন করবে!
মানুষের মনের মধ্যে নিজের জায়গা করে নেবে।
মানুষ তোমার নাম সন্মানের সঙ্গে নেবে।
তাই দুঃখ বা কষ্ট করে নয়―
হাসি মুখে সবটাকে বরণ করে নাও।
দেখবে জয় একদিন তোমার ই হবে।
লোকের বলা কথা আর চলার পথ
কেউ বন্ধ করতে পারবে না।
নিজেকে আর বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখো না,
তাই আর লোকের কথা না শুনে
নিজের ইচ্ছা মতো বাঁচো।
মুক্ত আকাশে পাখাগুলো মেলে ধরো,
তবেই নীল আকাশকে ছুঁতে পারবে।
তবেই হবে অন্যের অনুপ্রেরণা তুমি।
******সুমিতা গাঙ্গুলি********
রচনাকাল : ১৩/৫/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।