বৈশাখ মাসে তুমি এসেছিলে এই ধরা ধামে, ফোটালে কুসুম বাজি তোমার কাব্যের অঙ্গনে, যা কিছু লিখেছো তুমি বেদনা ভরা বাণী, সব কিছু ই এক জীবনের রঙিন ছবি, সুরের ডালি নিয়ে ভরিয়ে দিলে তোমার সব সঙ্গীতে, ছড়িয়ে গেলো তোমার নাম বিশ্বের দরবারে, তুমি শুধু কবি নও হলে দেশের বিশ্বকবি, তোমার চরণে তাই আমি মাথা নত করি,, শতবর্ষে পরেও আছো তুমি সবার আসনে, প্রনাম জানাই আমি তোমার এই শুভ জন্মদিনে।।রচনাকাল : ৭/৫/২০২০
অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন।