রবি, তুমি সত্যিই রবি তোমার কিরণে আমরা আজ মুগ্ধ তোমার ছায়ায় আমরা আজ তৃপ্ত রবি, তুমি সত্যিই রবি। অপটু হাতে তুলে নিয়েছি কলম, জানিনা কীভাবে ব্যক্ত করব তোমায়; শুধু জানি তুমি আমার প্রাণের ঠাকুর... হে রবি, তোমায় প্রণাম জানাই। তোমার কৃতিত্ব বর্ণনা করার আমার সাধ্য নাই, তোমাতে আমি মিশে যেতে চাই আমার কল্পনায়। মুছে যাক সব গ্লানি আসুক নতুন ক্ষণ; চারিদিকে ছড়িয়ে পড়ুক স্নিগ্ধ রবির কিরণ।রচনাকাল : ৮/৫/২০২০
পায়েল মুখার্জ্জী 22শে অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি লেখালেখি, গান, নাচ, আঁকা এবং আবৃত্তিতেও পারদর্শী। পাঠ্যপুস্তক ছাড়াও তিনি বিভিন্ন গল্পের বই, কবিতা, উপন্যাস এবং ভৌতিক কাহিনী পড়তেও ভালোবাসেন। ছোটো থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, উপন্যাস এবং গান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে।