সাতটি দশক পার করে
জাতি আজও লড়ে মরে,
মন্দির না মসজিদ চাই,
না স্বাস্থ্যকেন্দ্র গড়বে ভাই;
দাঙ্গার আগুনে জ্বালিয়ে তাই
শত পরিবার পুড়ে ছাই;
তাই স্বাধীন চিন্তা উদার যুক্তি
সবার আগে হোক শিকল মুক্তি!!
রচনাকাল : ১৬/৮/২০২০
© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।