গাছগুলি সব কেটে কেটে উঠছে অট্টালিকা, অট্টালিকার বাহারি সাজে প্রকৃতি পড়েছে ঢাকা। বাসার খোঁজে পাখিগুলিও সব গাছের খোঁজে যায়, ক্লান্ত পাখিরাও দিশাহারা হয়ে শেষে ব্যালকুনিতেই চায়। ফল খাওয়া তাদের কাছে হয়েছে প্রায় সুখের স্বপন। শস্যদানা,ভাতের কণা তাদের প্রধান খাদ্য এখন--- দিন যাচ্ছে তারাও এখন বন্দি খাঁচায়,না হয় লুপ্তপ্রায়, অট্টালিকার বাহারি সাজে প্রকৃতি নিজেকে কেমনে বাঁচাবে হায়;রচনাকাল : ১৬/৮/২০২০