অনুগল্প---পোড়া কপাল
কলমে---নূপুর গাঙ্গুলী
শ্যামলকে আ্যম্বুলেন্স করে হসপিটালের দিকে নিয়ে যাওয়ার সময় সকলে ভয় পাচ্ছিল"ওর যদি করোনা পজেটিভ হয়, তবে পাড়ার লোকের কি হবে?কিন্তু সৌভাগ্যবশত তার নেগেটিভ হল। সুস্থ হয়ে শ্যামল আবার আগের মতো সবজি বিক্রি করতে বেরোলো। যারা যারা বাঁধাধরা সবজি নিত,তাদের দুয়োরে গিয়ে যেই না ডাক দিল---"বৌদি কি সবজি নেবে নাও"। বৌদি ডাক শুনে দরজার কাছে এসে বলল"সবজি আছে ভাই,---লাগবে না,," এই বলে দরজা বন্ধ করে দিল। সব ঘরে একই ঘটনা ঘটল। সকলে তাকে ভয় পেতে লাগল বুঝে সে বড্ড হতাশ হয়ে বাড়ি ফিরল। শান্তি পেলনা।তার সংসার কিভাবে চলবে কেউ তার কাছে সবজি না কিনলে? চিন্তা করতে করতে হঠাৎ তার ব্রেনস্টোক হয়ে গেল।এবার তাকে হসপিটালে নিয়ে গেলে সে প্রাণে বেঁচে থাকল ঠিকই, কিন্তু সম্পূর্ণ বিকলাঙ্গ হয়ে-----"""অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে।
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।