তুমি জয়ী সৈনিক, তুমি জয়ী ---
অতর্কিত আক্রমণে তোমার প্রাণটাই শুধু কেড়েছে ওরা,
ওরা পারেনি তোমার "বীর" পদবী কেড়ে নিতে।
সৈনিক তুমি চেনো ভীরু, বেইমান জাতটাকে?
ঐ কাপুরুষদের ক্ষমতা ছিলনা তোমার মুখোমুখি হওয়ার ;
তাইতো রাতের অন্ধকারে চুপিসারে তারা তোমায় আক্রমণ করেছিল।
ভীরু হলেও ওরা কিন্তু বড্ড নির্মম, নিষ্ঠুর---
কথার খেলাপ করে তাইতো ওরা নৃশংস ভাবে কাঁটাতারে বিদ্ধ করে শ্বাসরুদ্ধ করেছিল।
গোটা পৃথিবীটাকে ওরা ওদের কব্জায় রাখতে চায়, ছড়ি ঘোড়াতে চায় সবার উপর।
ওরা চায় রাজার রাজা হতে, চায় সকলের নতশীরের সেলাম।
কিন্তু ভারত মা ভীতু সন্তানের জন্ম দেয় নি, সে রত্নগর্ভা।
বুকের জোর থাকলে বেইমান ওঠাক না অস্ত্র সরাসরি ভারত মায়ের বিরুদ্ধে ;
শ্বাস থাকা পর্যন্ত কেউ আঁচড় লাগতে দেবেনা মায়ের গায়ে -----
তাদের রক্তবানে ভেসে যাবে বেইমান- কাপুরুষের দল -
তবু শেষ রক্তবিন্দু দিয়ে মায়ের সম্মান রক্ষা করবে বীর সৈনিক।
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।